রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, নওগাঁ: ‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নওগাঁয় সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন ও বিআরটিএ আয়োজনে নওগাঁ সরকারি কলেজ অডিটোরিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলে জেলা প্রশাসক আব্দুল আউয়াল।
এসময় নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ সামসুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈকত ইসলাম, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সভাপতি রায়হান আলম, ট্রাফিক ইন্সপেক্টর আফজাল, বিআরটিএর সহকারী পরিচালক ফয়সাল হাসান সহ অন্যরা বক্তব্য রাখেন।
এর আগে সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে সড়ক দুর্ঘটনার বিভিন্ন সমস্য চিহ্নিত করে ও কি ভাবে সমাধানের করা যাবে তার চিত্র তুলে ধরেন।