সর্বশেষ সংবাদ :

বাঘার পদোন্নতি পাওয়া নির্বাহী কর্মকর্তাকে স্বস্থানে রাখার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ,বাঘা:

পদোন্নতি পাওয়া উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলামকে আরো কিছুদিন স্বস্থানে রাখার দাবিতে মানববন্ধন করেছেন বাঘাবাসী। বিষয়টি অত্র এলাকায় ব্যাপক আলোচিত হয়েছে। লোকজন বলছেন, কর্তৃপক্ষ যদি জনগণের এই দাবিকে মুল্যায়ন করেন তাহলে ভালোবাসার স্বীকৃতি স্বরুপ বিষয়টি নজির হয়ে থাকবে। মঙ্গলবার সকাল ১১ টায় বাঘা উপজেলাবাসীর ব্যানারে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। মানববন্ধনে বাঘা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং উপজেলা যুবদলের সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, মানুষ যদি তার লক্ষ্যে অটুট থাকে এবং সেই অনুযায়ী কাজ করে, তবে একদিন সে সাফল্যের চূড়ায় পৌঁছতে পারে। নির্বাহী অফিসার তরিকুল ইসলাম তার একটি জলন্ত উদাহরণ।

 

তিনি আরো বলেন, পৃথিবীর ইতিহাসে অনেক সফল ব্যক্তির নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। যুগে-যুগে, কালে কালে যারা স্মরণীয় ও বরণীয় হয়েছেন, প্রকৃতপক্ষে তাদের সাফল্যের পেছনে লুকিয়ে আছে কঠোর পরিশ্রম ও অধ্যবসায়। আমাদের নির্বাহী অফিসার তরিকুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে পদোন্নতী পাওয়ার পরেও আজকে বাঘাবাসী তাঁকে আরো কিছুদিন এখানে রাখার জন্য কেন মানব বন্ধন করছেন, সেটা অনুধাবন করতে হবে। যা বিগত সময়ে কখনো হয়নি। কারণ তাঁর দোয়ার ছিলো সকল মানুষের জন্য উন্মুক্ত।

 

মানববন্ধনে একাধিক বক্তা বলেন, শেখ হাসিনা সরকার দেশ ত্যাগের পূর্বে বৈষম্য-বিরোধী আন্দোলনের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্মম ভাবে হামলা ও নির্যাতন চালানো হলেও বাঘার নির্বাহী অফিসার মো: তরিকুল ইসলাম তাঁর দূরদর্শী পদক্ষেপের মাধ্যমে এখানে কোনো ধরনের সহিংসতা হতে দেননি। প্রকৃত অর্থে তিনি একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ । এ কারনে আমরা বাঘাবাসী আরো কিছুদিন তাঁকে এ উপজেলায় রাখার দাবি জানাচ্ছি।

 

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব মুহাম্মাদ ইব্রাহীম আলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বাঘা উপজেলা নির্বাহী অফিসার মো: তরিকুল ইসলামকে পদোন্নতি করে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে চাঁপাইনবয়াবগঞ্জ বদলির আদেশ জারি করেছেন।তরিকুল ইসলাম রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে গত বছরের ১৩ ডিসেম্বর এখানে যোগদান করলেও এর আগে তিনি পটুয়াখালী ডিসি অফিস, বরিশাল বিভাগীয় কার্যালয়, রাজশাহী আরডিসি, সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পাবনার শাজাদপুর নির্বাহী কর্মকর্তা হিসাবে অত্যান্ত সৎ, নিষ্ঠাবান ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

 

এই মানব বন্ধনে উপস্থিত ছিলেন, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মজিবুর রহমান জুয়েল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম স্বপন,উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ হিটলার মন্ডল, চকরাজাপুর ইউনিয়নের সাবেক সদস্য মোহাম্মদ রেজাউল করিম, চকরাজাপুর ইউনিয়ন বিএনপি নেতা সায়েম শিকদার, খন্দকার সুপার মার্কেটের সভাপতি সিরাজুল ইসলাম সেন্টু, জেলা ছাত্রদলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশিক ইকবাল হিমেল, সাবেক ছাত্রদল নেতা তানভীর আহমেদ পিয়াস, যুবদল নেতা হাসিবুল, শরিফুল ইসলাম, রনি আহমেদ, হাফিজুল ইসলাম, ছাত্রনেতা জীবন, ফয়সাল, স্বাধীন, আরিফ হোসেন তরিকুল ইসলাম বিদ্যুৎ, বাউসা ইউনিয়ন যুবদল নেতা শিমুল মনিগ্রাম ইউনিয়ন যুবদল নেতা রুবেল আহমেদ সহ অত্র এলাকার সর্বস্তরের জন সাধারণ।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বলেন, আমার প্রতি ভালোবাসা দেখিয়ে যারা এখানে আরো কিছুদিন রাখার দাবি জানিয়ে মানব বন্ধন করেছে আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তবে এখানে আর ক’দিন থাকবো সেটি সম্পুর্ণ কর্তৃপক্ষের বিষয়।

 

তিনি আরো বলেন, আমি এখান থেকে চলে গেলেও বাঘার মানুষের প্রতি আমার ভালোবাসা অক্ষুন্ন থাকবে।


প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৪ | সময়: ৬:২৯ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর