মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুরে কমিউনিটি পুলিশিংয়ের ওয়ার্ড কমিটি গঠণকে কেন্দ্র করে পুলিশের সামনেই স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপির ৬ নেতাকর্মী আহত হয়েছে।
রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পানানগর ইউনিয়নের তেবিলা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, পানানগর ইউনিয়নের কিশমত তেকাটিয়া গ্রামের বিএনপি কর্মী আব্দুল হালিম (৪০), আব্দুল লতিফ (৪৫), জাহাঙ্গীর আলম (৪৮), আজাহার আলী (৪২), সাইফুল ইসলাম (৪৪) ও রফিকুল ইসলাম (৪২)। আহতদের মধ্যে আব্দুল হালিম ও আব্দুল লতিফের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে চিকিৎসক।
আহতরা পানানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা রবিউল ইসলাম খাঁন রবিনের অনুসারী বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত রোববার সন্ধ্যায় উপজেলার পানানগর ইউনিয়নের কিশমত তেকাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের কমিটি গঠনের জন্য বসা হয়। এ সময় ওয়ার্ড বিএনপির নেতা সাইফুল ইসলাম ও শামীম হোসেন বিট পুলিশের কাছে ভিন্ন-ভিন্ন তালিকা জমা দেন। এ সময় থানা পুলিশের পক্ষে বিট ইনচার্জ এসআই ইব্রাহিম হোসেন ও এএসআই মঞ্জুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
ভিন্ন-ভিন্ন তালিকা জমা দেয়াকে কেন্দ্র করে রবিউল ইসলাম খাঁন রবিনের অনুসারী ওয়ার্ড বিএনপি নেতা সাইফুল ইসলাম ও পানানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী হোসেনের অনুসারী ওয়ার্ড বিএনপি নেতা শামীম হোসেনের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
নাম প্রকাশ না করার শর্তে ঘটনার একজন প্রত্যক্ষদর্শী জানান, পানানগর ইউনিয়নের ৫ ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের কমিটি গঠনের জন্য পুলিশের পক্ষ থেকে তালিকা চাওয়া হলে পুলিশের সামনেই কমিটির তালিকা হাত থেকে ছিনিয়ে নিয়ে ছিড়ে ফেলেন সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সভাপতি আলী হোসেন।
এ সময় আলী হোসেনের নেতৃত্বে তার দুই ছেলে মুরশিদুল ও মাহাতাব বিএনপি নেতা রবিনের অনুসারীদের উপর হামলা চালায়।পানানগর ইউনিয়ের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম খাঁন রবিন বলেন, ঘটনাস্থলে আমি ছিলাম না, তবে আমার অনুসারীকয়েকজন নেতাকর্মীর ওপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়েছে। বিষয়টি অত্যান্ত দুঃখজনক।
এদিকে হামলার অভিযোগ অস্বীকার করে পানানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী হোসেন বলেন, যারা আহত হয়েছে তারা কমিউনিটি পুলিশিং কমিটি গঠনের পক্ষে নেই। তারা এই কমিটি গঠণ প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করতে সংঘর্ষে জড়ান।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম হোসেন জানান, কমিউনিটি পুলিশিংয়ের কমিটি গঠণ করার জন্য আমরা তালিকা চেয়েছিলাম। তালিকা নিয়ে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে কমিটি গঠণ না করেই সেখান থেকে চলে আসি।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হুদা বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। আহতদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।