সর্বশেষ সংবাদ :

নদী রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন চলনবিলের তুলসী নদীর বেহাল দশা

বড়াইগ্রাম প্রতিনিধি: চলনবিল অধ্যুষিত নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুরের উপর দিয়ে প্রবাহিত তুলসী নদীর বেহাল দশা। কচুরপানায় ভরেছে নদী। যে যেমন করে পারছে দখল করে নিচ্ছে নদীটির দুই পাড়। নদীটির নাব্যতা ও অস্তিত্ব ফেরানো জরুরি হয়ে পড়েছে। তা না হলে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। অন্যদিকে স্থানীয় কৃষক ও মৎস্যজীবিরা চরম বিপাকে পড়েছেন।
রক্ষা ও কচুরিপানা পরিষ্কার করে ব্যবহার উপযোগী করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার দুই উপজেলার সীমান্তবর্তী পোয়ালশুরা পাটপাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় সমাজ কল্যাণ যুব সংঘ মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার জেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল ওহাব, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ, ব্যবসায়ী এমদাদুল হক ও সমাজসেবক নিখিল চন্দ্র।
এ সময় দ্রুত কচুরিপানা অপসারণে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা বলেন, এক সময় তুলসী নদী ছিলো এলাকার যোগাযোগের প্রধান মাধ্যম। এ নদী এলাকায় মাছের চাহিদা মিটিয়ে জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখতো। সেই নদী এখন নাব্যতা হারিয়ে কচুরিপানা জমে অস্তিত্ব সংকটে পড়েছে। এতে স্থানীয় কৃষক ও মৎস্যজীবিরা চরম বিপাকে পড়েছেন। তাই দ্রুত কচুরিপানা অপসারণসহ নদী রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তার বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কচুরিপানা অপসারণ সহ নদী রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৪ | সময়: ৬:২২ পূর্বাহ্ণ | সুমন শেখ