লেনসন মেন্ডেলা পিস এ্যওায়ার্ড পেলেন সাংবাদিক তসলিম

সাপাহার প্রতিনিধি: মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ নওগাঁর সাপাহার উপজেলার দৈনিক সানশাইন প্রতিনিধি তছলিম উদ্দীনকে ‘লেনসন মেন্ডেলা পিস এ্যাওয়ার্ড ২০২৪’ প্রদান করা হয়েছে। ১৯ অক্টোবর শনিবার সন্ধ্যায় কবি সুফিয়া কামাল মিলনায়তন বাংলাদেশ জাতীয় জাদুঘর শাহবাগ ঢাকায় এ এ্যওায়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউটিএর অধ্যাপক ও এশিয়া স্বপ্নপুরী ফাউন্ডেশনের উপদেষ্টা প্রফেসর ড. এম এ সাত্তার।
‘বিশ^ কন্যাশিশু দিবস উদ্যাপন উপলক্ষে’ সার্ক কালচারাল কাউন্সিল ও এশিয়া স্বপ্নপুরী ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজি, এসময় বিশেষ অতিথি ও প্রধান আলোচক হিসেবে জাসাসের সাবেক সভাপতি বিশিষ্ট মিডিয়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা, বিশিষ্ট নজরুল সংগিত শিল্পি ফেরদৌস আরা বক্তব্য প্রদান করেন।
বক্তব্য শেষে প্রধান অতিথি মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ বিশেষ ক্যাটাগরিতে সাংবাদিকদের লেনসন মেন্ডেলা পিস এ্যাওয়ার্ড প্রদান করেন।


প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৪ | সময়: ৬:১৮ পূর্বাহ্ণ | সুমন শেখ