রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক: বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানে শেখ হামিনা সরকারের পতনের প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতিতে যে পুলিশ সদস্যরা এখন পর্যন্ত কাজে যোগ দেয়নি, তাদের কর্মক্ষেত্রে যোগদানের জন্য বেশ অনেক বার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এরপরও এখন পর্যন্ত ১৮৭ জন পুলিশ সদস্য পলাতক রয়েছেন। তারা কাজে যোগ দিচ্ছেন না।
এই পুলিশ সদস্যদের-কে এখন থেকে “সন্ত্রাসী” হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ শনিবার (১৯ অক্টোবর) দুইদিনের সফরে রাজশাহীতে এসে এ ঘোষণা জানিয়েছেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত পুলিশ বাহিনীর ১৮৭ জন সদস্য কাজে না ফিরে আত্মগোপনে রয়েছে। তাদের-কে এখন সন্ত্রাসী হিসেবে বিবেচিত করা হবে এবং দেখামাত্রই তাদের গ্রেফতার করা হবে।
এবং সাংবাদিকদের অন্য একটি প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আ.লীগ আমলে মেধার বাইরে দলীয় বিবেচনায় বিসিএসে নিয়োগপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে”।#