বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
নওগাঁ প্রতিনিধি: ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের অপসারণ না করার দাবিতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বেলা ১১টায় সদর উপজেলার নির্বাহী অফিসার কার্যালয়ের সামনে সদর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা এই মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য ফিরোজ হোসেন, সোহেল রানা, মাহবুব আলম, সাজু আলম, সংরক্ষিত মহিলা সদস্য শাহিনা আকতার সহ অন্যরা।
বক্তারা বলেন, দেশের স্থানীয় পর্যায় সুশৃঙ্খল রাখতে আমাদের প্রয়োজন আছে। দেশের উন্নয়নসহ বিভিন্ন কর্মকান্ডে আমরা জড়িত থাকি। আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেবা দিয়ে থাকি। পূর্ণ মেয়াদের আগে অপসারণ করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন তারা।
বদলগাছী: নওগাঁর বদলগাছীতে উপজেলার ৮টি চেয়ারম্যান সহ সকল ইউনিয়ন পরিষদের সদস্যরা ১৭ অক্টোবর বুধবার বেলা ১১ টায় বদলগাছী পরিষদের উত্তর পাশে মুক্তিযোদ্ধা সহিদ মিনারের সামনে চেয়ারম্যান সহ সদস্যদের পদ বহাল রাখার জন্য মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বদলগাছী ইপি চেয়ারম্যান আনোয়ার হোসেন। সভায় বক্তব্য রাখেন বদলগাছী ইউপি সদস্য আনিছুর রহমান, ৫নং কোলা ইউপি সদস্য হারুনুর রশিদ, চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন, মিঠাপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ হোসেন, বালুভরা ইউপি চেয়ারম্যান এমরান হোসেন এবং আরো অনেকে। এবিষয়ে তারা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান বরাবর স্মারক লিপি জমা দেওয়া হয়েছে।