মঙ্গলবার, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন বিষয়ে আগামী ২১ অক্টোবর রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞাপ্তিতে রাজনৈতিক ছাত্র সংগঠনের উদ্দেশ্যে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সক্রিয় সকল রাজনৈতিক ছাত্র সংগঠনকে আগামী রবিবার (২০ অক্টোবর) মধ্যে নিজ নিজ সংগঠনের প্যাডে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক/ আহ্বায়ক ও সদস্য-সচিবসহ সর্বোচ্চ পাঁচজনের নাম, মোবাইল নম্বরসহ তালিকা ছাত্র-উপদেষ্টা দপ্তরে জমা দেওয়ার জন্য আহ্বান করছি এবং আগামী সোমবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে বারোটায় সিনেট ভবনে মাননীয় উপাচার্যের সাথে আসন্ন রাকসু নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় তালিকাভুক্ত সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি।
মতবিনিময় সভায় ছাত্রলীগের অংগ্রহণ করার সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে ছাত্র-উপদেষ্টা বলেন, আমরা বিজ্ঞপ্তিতে বলেছি সক্রিয় রাজনৈতিক সংগঠনের কথা। এখন ছাত্রলীগ কি ক্যাম্পাসের সক্রিয় সংগঠন?
এর আগে, গত ৯ অক্টোবর রাকসু নির্বাচন বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর সাথে মতবিনিময় করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।