শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সাংবাদিকদের সাথে জেলা প্রশাসক হোসনা আফরোজার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌরসভা মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, আদমদীঘি সার্কেলের সিনিয়ন সহকারী পুলিশ সুপার নাজরান রউফ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর হাফেজ আতোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ প্রমূখ।
এসময় মাদকের বিস্তার প্রতিরোধ, শহরের যানজট নিরসন সহ বিভিন্ন সমস্যা বিষয়ে আলোচনা করেন প্রধান অতিথি হোসনা আফরোজা।