আগামী বছর থেকে ঈদ ও পূজায় ছুটি বাড়ল !

সানশাইন ডেস্ক: আগামী ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এতে আগামী বছরের পবিত্র ঈদুল আজহায় ৬ দিন এবং ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকারি ছুটি ৫ দিন করা হয়েছে।

 

 

আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

 

 

এর-মধ্যে দুই ঈদে সাধারণ ছুটি একদিন করে। এবং ঈদের আগে ও পরের মিলিয়ে বাকি দিন গুলো নির্বাহী আদেশে ছুটি থাকবে। তাছাড়াও শারদীয় দুর্গাপূজার ছুটি দুই দিন ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সাধারণ ছুটি বিজয় দশমীর দিন। এর আগে নবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

 

বর্তমানে ঈদের ছুটি ৩ দিন। তবে কিছু বছরে নির্বাহী আদেশে তা বাড়ানোর ঘটনা ঘটেছে। আর চলতি বছর পূজায় বর্তমান সরকার নির্বাহী আদেশে ছুটি একদিন বাড়িয়েছিল। এ রকম পরিস্থিতিতে জনপ্রশাসন মন্ত্রণালয় ছুটির বাড়ানোর প্রস্তাব করে। এটি অনুমোদন করেছে উপদেষ্টা


প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৪ | সময়: ৫:০৪ অপরাহ্ণ | Daily Sunshine