পবার পারিলা ও হড়গ্রামে বিএনপি’র চেয়ারপার্সন ও মিলন’র আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলার পারিলা ও হড়গ্রামে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী মহানগর বিএনপির (সাবেক) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন এর আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করা হয়েছে। বিএনপি কেন্দ্রীয় নেতা মিলন ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৬নং কেবিনে চিকিৎসাধীন আছেন।

 

পবা উপজেলার পারিলা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বুধবার বিকেলে হাট রামচন্দ্রপুর ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোনাজাত পরিচালনা করেন- হাফেজ মাওলানা সাব্বির রহমান।

 

দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা বিএনপির সদস্য ও পবা উপজেলা বিএনপির (সাবেক) সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রাজ্জাক। পারিলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পবা উপজেলা যুবদলের (সাবেক) আহ্বায়ক মো. সুলতান আহমেদ, পারিলা ইউনিয়ন বিএনপির (সাবেক) খায়রুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বজলুর রশিদ বাবলু, বড়গাছী ইউনিয়ন বিএনপির (সাবেক) সভাপতি মো. জেকের আলী, উপজেলা যুবদলের (সাবেক) যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, পারিলা ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী আয়েশা সিদ্দিকা, পবা উপজেলা কৃষক দলের সদস্য সচিব আলমগীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তাক আহমেদ ছোট, পারিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন, পবা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তাকিন রহমান মুস্তাক, পারিলা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন।

 

এদিন হড়গ্রাম ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে এবং বিএনপি নেতা মুক্তার হোসেনের উদ্যোগে বড়বাড়িয়া মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য ও নওহাটা পৌর বিএনপি’র আহ্বায়ক, সাবেক মেয়র শেখ মকবুল হোসেন। হড়গ্রাম ইউনিয়ন বিএনপি’র সভাপতি শাইনুল ইসলামের সভাপতিত্বে এবং পবা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন হড়গ্রাম ইউনিয়ন বিএনপি সদস্য সচিব শাহিন রেজা শান্নান, হুজরীপাড়া ইউপি সদস্য ইসাহাক আলী, ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিমুদ্দিন, ৪নং ওয়ার্ড বিএনপি’র সদস্য সচিব সামউল বুড়া, ৬নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক রঞ্জু, ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আজাদ ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ইউসুফ, বিএনপি নেতা সাবু, আরশাদ আলী ও আশরাফ।

 

 

আরো উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপি’র সদস্য সেলিম রেজা, রবি, মিঠন, আলামিন, চমৎকার পারু, ফারুক, ইন্তাজ, শাইনুল, বিএনপি নেতা সাদিকুল ইসলাম, নয়ন, সাহামত, মফিজ, মাইনুল, আসাদুল্লাহ, সিরাজুল ইসলাম, জেলা যুবদলের সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট তারেক হোসেন, যুবদল সাবেক সাধারণ সম্পাদক কাউসার আলী, পবা উপজেলা যুবদলের সাবেক সভাপতি রেজাউল করিম হাফিজ, সদস্য রবিউল ইসলাম, রবিউল আওয়াল, হড়গ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি জালাল, ৪নং ওয়ার্ড যুবদল নেতা উসমান, ফিরোজ, আক্তার, এলাম, কিসমত, লাল মিয়া, পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ, হুজরীপাড়া ছাত্রদল নেতা আব্দুল্লাহ, পবা ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান ফুয়াদ। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুর রউফ।


প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৪ | সময়: ৫:৫৩ পূর্বাহ্ণ | সুমন শেখ