শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
মোহনপুর প্রতিনিধি: মোহনপুরে নিম গাছের ডালের সঙ্গে রশিতে ঝুলে যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। বুধবার ভোর চারটা থেকে পাঁচটার দিকে এঘটনা ঘটে। নিহতের নাাম মোনারুল ইসলাম (২৭)। তিনি আমরাইল গ্রামের তমির উদ্দিনের ছেলে। পারিবারিক অশান্তির কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারনা করছেন স্থানীয়রা।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে।