সোমবার, ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি জ্বালানির ট্রাক বিস্ফোরিত হয়ে ৯০ জন প্রাণ হারিয়েছেন। এবং এই ঘটনায় আহত হয়েছে আরো ৫০ জন।
স্থানীয় সময় মঙ্গলবার (১৫ অক্টোবর) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের জিগাওয়া রাজ্যের তাউরা অঞ্চলে একটি এক্সপ্রেসওয়েতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশের মুখপাত্র লাওয়ান আদামু জানান, এক্সপ্রেসওয়েতে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ এড়ানোর চেষ্টার করার সময় জ্বালানি ট্যাংকারটি উল্টে যায়। এতে ট্যাংকারটির বিস্ফোরণ ঘটে। তবে এই সময় স্থানীয় লোকেরা ট্যাংকারের জ্বালানি সংগ্রহ করতে গাড়ি দিকে ছুটে আসেন। সম্ভবত এ কারণে হতাহতের সংখ্যা বেড়েছে। স্থানীয় দিবাগত মধ্যরাত ৩টা ১৫ মিনিট পর্যন্ত আগুন জ্বলেছে।
এর আগেও গত মাসে উত্তর-মধ্য নাইজার রাজ্যে একটি জ্বালানি ট্যাঙ্কারের সঙ্গে অপর একটি ট্রাকের সংঘর্ষের বিস্ফোরণের ঘটনায় আন্তত ৪৮ জন মারা যায়। –খবর, আল জাজিরার।