সর্বশেষ সংবাদ :

জুলাই- আগস্টে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণ-কারীদের বিরুদ্ধে মামলা-গ্রেফতার করা হবে না -স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সানশাইন ডেস্ক: গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতার ১৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সংগঠিত জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনার জন্য কোন প্রকার মামলা, আটক বা অযথা হয়রানি করা হবে না।

 

 

আজ সোমবার (১৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, “গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে বৈষম্যমুক্ত নতুন দেশ গড়ার পথে এক নবযাত্রা সূচিত হয়েছে। এ গণঅভ্যুত্থানকে সাফল্য-মণ্ডিত করতে যেসব ছাত্র-জনতা সক্রিয়-ভাবে আন্দোলনের মাঠে থেকে এর পক্ষে সরাসরি কাজ করেছেন, তাদের বিরুদ্ধে ১৫ জুলাই হতে ৮ আগস্ট পর্যন্ত সংগঠিত জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনার জন্য কোন মামলা, গ্রেফতার বা হয়রানি করা যাবে না।

 

 

এ বিষয়ে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হলো। এ বিষয়ে অসত্য তথ্য প্রদান করে কোনো সুবিধা অর্জনের বিরুদ্ধেও সংশ্লিষ্টদের সতর্ক করা হলো।


প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪ | সময়: ২:৪৪ অপরাহ্ণ | Daily Sunshine