সর্বশেষ সংবাদ :

পুঠিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরহী নিহত

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহত আলী হোসেন স্বপন (৫৪) নাটোর বরগাছী এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। শনিবার বিকাল ৫ টার দিকে পুঠিয়া উপজেলা ঝলমলিয়া ঘোষপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলা ঝলমলিয়া ঘোষপাড়া নামক এলাকায় রাজশাহী গামী যাত্রীবাহী দ্রুতগামী বাস হানিফ পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-৮৬৭৬) পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে চালক ছিটকে পরে যায়। বাসের চাকায় সাথে পিষ্ট হয়ে ঘটনা স্থলেই সে মারা যায়। মোটরসাইকেল চালকে বেশ কিছু দুর পর্যন্ত টেকে আনলে তার একটি পা কেটে পরে যায় এবং অনেক স্থানে থেতলে যায়। এ সময় স্থানীয়রা বাসটিকে আটকে রাখলে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে লাশটি উদ্ধার করে।
এ ব্যাপারে পবা হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর আব্দুল মান্নান জানান, খবর পেয়ে আমরা গিয়ে লাশ উদ্ধার করছি। বাসের কাউকে আটক করা যায়নি। তার পরিবার লাশটি দাফনের জন্য আবেদন করলে আমারা লাশটি পরিবারের কাছে হস্তান্তর করেছি।


প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪ | সময়: ৪:৫৫ পূর্বাহ্ণ | সুমন শেখ