রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে সিরিজটা ভুলে যেতেই চাইবে বাংলাদেশ। টেস্টের পর টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ হয়েছে তারা। বিশ ওভারের ক্রিকেটে তেমন একটা প্রতিরোধও গড়তে পারেনি বাংলাদেশ।
শেষ ম্যাচে তো রেকর্ড ২৯৭ রান করে ভারত। ওই রান তাড়ায় নেমে ১৩৩ রানে হেরেছে বাংলাদেশ। এসব উইকেটে খেলার অভিজ্ঞতা খুব বেশি নেই দলের। এটিকে সামনে এনে তাওহীদ হৃদয় বলছেন, যত বেশি খেলবেন তত ভালো বুঝতে পারবেন তারা।
তিনি বলেন, ‘আমাদের মান যে খুব নিচে তা বলব না। আমরা তো বড় দলের সঙ্গে খেলেছি। ভারত শক্তিশালী দল। ওদের হোমে খেলা। ওদের সবকিছু ভালো। স্কিলের দিক থেকেও ওরা এগিয়ে আছে। আমরা যে খুব পিছিয়ে আছি তা বলব না। আমরা ফ্ল্যাট উইকেটে কীভাবে খেলতে পারব, সেটা যত খেলব, তত ভালো বুঝব। ’
ভারতের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলারদের রীতিমতো তুলোধোনা করেছেন ভারতীয় বোলাররা। ৪২ বলে ৬৩ রান করে অপরাজিত ছিলেন তাওহীদ হৃদয়। ম্যাচের পর বোলাররা ভালো করতে পারেননি, এমন ভাবনা জানিয়েছেন তিনি।
হৃদয় বলেন, ‘সত্যি কথা বলতে, খুবই ভালো উইকেট ব্যাটিংয়ের জন্য। আমরা ভালো বোলিং করিনি। আমরা কিছু জায়গায় উন্নতি করতে পারি। আশা করি আমরা সেটা করতে পারব। আমরা তো বল ভালো করিনি। শুধু বল না, ব্যাটিংও ভালো করিনি পুরো সিরিজে। আমাদের কিছু জায়গায় ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে উন্নতি করতে হবে। ওরা (ভারত) অনেক ভালো ব্যাটিং করেছে। আমরা আরও ভালো করতে পারতাম। ’
‘দেখুন, প্রতিটা দলেই টপ অর্ডার থেকে রান হয়। সেখানে রান এলে ইনিংস বড় হয় স্বাভাবিকভাবেই। টপ ফোর থেকে যদি বড় রান আসে, তাহলে রান ১৮০ হয়। আমাদের সবকিছু মিলিয়ে অনেক জায়গা আছে উন্নতির। এই সিরিজে আমাদের জন্য অনেক কিছু শেখার আছে। আশা করি সেটা করতে পারব। ’