শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
ফায়সাল আহমেদ, (স্টাফ রিপোর্টার):
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।আজ রোববার (১৩ অক্টোবর) বিকেলে রাজশাহী মহানগরীর ফুদকিপাড়া মুন্নুজান স্কুল মাঠে এ উপলক্ষ্যে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
রাসিক প্রশাসক মহোদয় বলেন, প্রতি বছরের ন্যায় এবারও রাজশাহী মহানগরীতে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত পাঁচ দিনের এ উৎসব। দোলায় বা পালকিতে আগমনের পর এবার দেবী দুর্গার গমন হচ্ছে ঘোটক বা ঘোড়ায়। সাম্প্রদায়িকতা বজায় রেখে নগরীতে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় দুর্গাপুজা উদযাপিত হয়েছে। দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, রাজশাহী সিটি কর্পোরেশনসহ সকলের সহযোগিতার ফলে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে দুর্গাপুজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। প্রতিটি মণ্ডপে আলোকায়ন, সিসি ক্যামেরা সংযোজন, পরিস্কার পরিচ্ছন্নতা ও বিসর্জন ঘাটের উন্নয়ন করা হয়। দুর্গোৎসব উদযাপনে অতীতের ন্যায় এবারো সরকারি সহায়তার পাশাপাশি রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিটি পুজামণ্ডপে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। এ জন্য পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ ও রাসিকের সংশ্লিষ্টকে ধন্যবাদ জানান তিনি।
এছাড়াও এই অনুষ্ঠানে রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা, যুগ্ম সম্পাদক সজল সরকার, রাসিকের নির্বাহী প্রকৌশলী পরিকল্পনা সুব্রত কুমার সরকার, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ হিন্দু সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।