শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় ডাকাতির ঘটনায় মামলায় হওয়ায় ৬ জনকে আটক করেছে পুলিশ। আবু বকর নামের এক ব্যক্তির করা মামলায় তাদের আটক দেখানো হয়েছে বলে জানা গেছে।
আজ রোববার (১৩ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেন।
এর আগে, গত শুক্রবার বেড়িবাঁধ এলাকায় একটি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সেনাবাহিনী এবং র্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনা ঘটে। এই সময়ে লুট করা হয় ৭৫ লাখ টাকা-সহ ৬০ ভরি স্বর্ণ। ডাকাতির সময় ভবনটিতে থাকা ব্যবসা প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা ও আলমারি ভাঙচুর করা হয়।
এ ঘটনায় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার বলেন, মুখে মাস্ক লাগিয়ে সেনাবাহিনীর পোশাক পরে আসা লোক-জনকে দেখে দারোয়ান গেট খুলে দেয়। এরপর তারা ৩ তলায় আবু বকরের ফ্ল্যাটে যায়। র্যাবের জ্যাকেট পরা ও সাদা পোশাকের লোকজনও ছিল তারা এক সঙ্গে।
তিনি এরও বলেন, এদের যারা সেনাবাহিনীর পোশাক পরা এসেছিল, তারা এমনভাবে এসেছিল যে বোঝার উপায় নেই তারা সেনাবাহিনীর সদস্য নয়। হেলমেটটা দেখেও সন্দেহ করার উপায় নেই।