সর্বশেষ সংবাদ :

শিক্ষক ও বৈষম্য-বিরোধী আন্দোলনের নেতাদের মতবিনিময়

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের জোনাইল ডিগ্রী কলেজের শিক্ষক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত মত বিনিময় সভায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাজিবুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও এডহক কমিটির সভাপতি শহিদুল্লাহ সোহেল।

 

সভায় অন্যদের মধ্যে বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি নাসিম উদ্দিন নাসিম, বিএনপি নেতা লিয়াকত আলী আলম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন, বনপাড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, নাটোর এনএস কলেজ ছাত্রদলের আহ্বায়ক এসএম জুবায়ের, উপজেলা শ্রমিক দলের সভাপতি মুন্নাফ খান ও বিএনপি নেতা জিল্লুর রহমান উপস্থিত ছিলেন। পরে নেতারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা করেন।


প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৪ | সময়: ৫:২৯ পূর্বাহ্ণ | সুমন শেখ