সর্বশেষ সংবাদ :

আজ মধ্যরাত থেকে ইলিশ-সহ সকল মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু, নিষেধাজ্ঞা থাকবে ২২ দিন

সানশাইন ডেস্ক: মা ইলিশ রক্ষায় সারাদেশের সাগর ও নদী গুলোতে মাছ শিকারের জন্য ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

 

 

আজ শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১২টার পর থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হতে হবে। এবং আগামী ৩ নভেম্বর পর্যন্ত সাগর ও নদী গুলোতে জারি থাকবে এ নিষেধাজ্ঞা। এ সময় কালিন সাগর ও নদীতে ইলিশ-সহ সকল ধরনের মাছ শিকার, মজুত ও পরিবহন দণ্ডনীয় অপরাধ হিসাবে বিবেচিত করা হবে বলেও জানানো হয়েছে।

 

 

প্রতি বছর বিজ্ঞান-ভিত্তিক প্রজনন সময় বিবেচনা করে আশ্বিন মাসের পূর্ণিমাকে সামনে রেখে এই ২২ দিন নিষেধাজ্ঞা কার্যকর রাখার পাশা-পাশি মা ইলিশ সংরক্ষণ অভিযানও বাস্তবায়ন করা হয়। এই ইলিশ-সহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকায় ইতোমধ্যে নৌকা-সহ মাছ ধরার সরঞ্জামাদী নিয়ে উপকূলে ফিরেছেন জেলেরা।

 

 

আইন অনুযায়ী, নিষেধাজ্ঞা থাকাকালীন ইলিশ মাছ আহরণ ও বিক্রয় করলে দায়ী ব্যক্তি সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড বা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা-সহ উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।

প্রতি বছর এ সময়ে মা ইলিশ  ডিম ছাড়ার জন্য সাগর থেকে ঝাঁকে ঝাঁকে নদীতে ছুটে আসে।


প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৪ | সময়: ২:৫৪ অপরাহ্ণ | Daily Sunshine