রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক: বিয়ে করেছেন বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তার এই নতুন জীবনের পথ চলার শুভেচ্ছা জানিয়েছেন তারই আরেক সহযোদ্ধা সমন্বয়ক সারজিস আলম।
শনিবার (১২ অক্টোবর) সমন্বয়ক সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এই শুভেচ্ছা জানান। তিনি বলেন, “আল্লাহ পৃথিবীতে আমাদের জন্য যা দিয়েছেন তার সবই নেয়ামত৷ তার মধ্যে সবচেয়ে বড় উত্তম নেয়ামত হলো একজন নেককার স্ত্রী৷ আজ থেকে তুমি তেমনই একজন স্ত্রীর দায়িত্ব গ্রহণ করছো”।
সমন্বয়ক সারজিস তার স্ট্যাটাসে বলেন, “দাম্পত্য জীবন সুখের হোক”, “ আল্লাহ তোমাদের জীবনকে বরকতময় করে তুলুন”৷
সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী৷ তিনি জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।