বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর:
বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতংক ও নাশকতা সৃষ্টির মামলায় সন্দেহভাজন অভিযুক্ত হিসেবে রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডল-সহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলা সদরের শালঘরিয়া এলাকার ভাড়া বাসা থেকে আব্দুল কাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। একই দিন উপজেলার আলীপুর এলাকা থেকে নওপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান দর্জিকে গ্রেপ্তার করেছেন পুলিশ।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হুদা জানান, বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনে সহযোগিতাকারীদের হত্যার উদ্দেশ্যে নাশকতার অভিযোগে থানায় একটি মামলা দায়ের হয়েছে। এজাহারে নাম না থাকলেও ওই মামলাতেই সন্দেহ-ভাজন হিসেবে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হবে বলেও আরও জানান তিনি।
প্রসঙ্গত, ২০০৯ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন আব্দুল কাদের মন্ডল। ২০২৪ সালেও তিনি ফের ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছিলেন।