সর্বশেষ সংবাদ :

ভারতের ডিম মিলছে ,বাংলাদেশের ডিমের দামের চাইতে অর্ধেক দামে

সানশাইন ডেস্ক: ভারতে প্রতি পিস ডিম দাম বাংলাদেশি টাকায় সাড়ে ৭.৫০ পয়সায় বিক্রয় হচ্ছে, অথচ ওই একই ডিম বাংলাদেশে বিক্রয় হচ্ছে দ্বিগুণ দামে, অর্থাৎ প্রতি পিস ডিম বাংলাদেশে বিক্রয় হচ্ছে ১৪ থেকে ১৫ টাকায়।

 

 

কলকাতার পাইকারি বাজারে প্রতি পিস ডিমের দাম সাড়ে ৫ রুপি। তাহলে, প্রতি রুপি ১ টাকা ৪০ পয়সা হিসেবে এই দাম বাংলাদেশি টাকায় সাড়ে ৭ টাকার কাছাকাছি গিয়ে দাঁড়ায়।

 

 

এদিকে ভারতীয় ব্যবসায়ীরা জানাচ্ছেন, পূজা এবং অতিবৃষ্টির কারণে ডিমের দাম হালকা বেড়েছে। তবে বাংলাদেশে প্রচলিত দামের তুলনায় অনেক কম। ঢাকায় বর্তমানে প্রতি হালি ডিমের দাম ৬০ টাকা। তবে রাজশাহীতে বর্তমানে প্রতি হালি ডিম ৫৬ থেকে ৬০ টাকায় বিক্রয় হচ্ছে ।

 

সরকার বাজার নিয়ন্ত্রণের জন্য ডিমের দাম বেধে দিলেও সেটি মানা হচ্ছে না। এমন পরিস্থিতিতে ডিমের দাম নিয়ন্ত্রণে ভারত থেকে সাড়ে ৪ কোটি ডিম আমদানি করা হচ্ছে। এতে ভারত থেকে আমদানির সময় প্রতি পিচ ডিমের দাম পড়ছে ৭ টাকা।

 

বিশ্লেষকদের মতে, বাংলাদেশে ডিমের বাজার নিয়ন্ত্রণের চেষ্টায় এই আমদানি কার্যকরী ভূমিকা রাখতে পারে।


প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৪ | সময়: ৪:২৩ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর