রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘায় ছিনতাইকারীর হাত থেকে ঔষধ কোম্পানির মার্কেটিং অফিসারকে রক্ষা করতে গিয়ে একজন ভ্যান চালক তাদের ছুরির আঘাতে গুরুত্বর আহত হয়েছে। এরপর ভ্যান চালক আসাদ আলীর চিৎকারে ঐ দুজন ছিনতাইকারীকে আটক করেছেন স্থানীয় জনতা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের খেড়ুর মোড়ে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, চারঘাট উপজেলার রায়পুর গ্রামের আশরাফ আলীর ছেলে মিজানুর রহমান একটি বেসরকারি ঔষধ কোম্পানির মার্কেটিং অফিসার। তিনি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চারঘাট থেকে বাঘার খেড়ুর মোড়ের দিকে মোটরসাইলে নিয়ে আসছিল।
এ সময় তিনি নিমতলা বাজারের কাছা-কাছি পৌঁছলে রামগৌড়া গ্রামের আলম বিশ্বাসের ছেলে মহন বিশ্বাস ঠান্ডু (২২) ও রহমান আলীর ছেলে জনি হক (২২) তার পথরোধ করে ২০ হাজার টাকা ছিনতাই করে নেয়। ইতোমধ্যে সেখানে পৌছে যান ভান চালক আসাদ আলী। তিনি সাহসিকতার সাথে ছিনতাইকারীদের আটক করতে গেলে তাকে ছুরিকাঘাত করে ওরা।
এ সময় তিনি আহত অবস্থায় চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এসে দুই ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হন। পরে বাঘা থানা পুশিশকে খবর দিলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসেন। এ বিষয়ে মিজানুর রহমান বাদি হয়ে বাঘা থানায় একটি মামলা দায়ের করেছেন। আহত ভ্যান চালককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেন মিজানুর রহমান।
এ বিষয়ে মামলার তদন্ত অফিসার বাঘা থানার সহকারি পরিদর্শক (এসআই) রাসেদ আলী জানান, উক্ত ঘটনাকে কেন্দ্র করে বাঘা থানায় একটি মামলা হয়েছে। ধৃত দুই ছিনতাইকারীকে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।