ই-পেপার
সর্বশেষ সংবাদ :

গোদাগাড়ীতে ট্রাক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলিচালক নিহত

গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহী গোদাগাড়ীতে ট্রাক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে মাসুদ রানা (৪২) নামের ট্রলিচালক নিহত আহত হয়েছে ২ জন। বুধবার ভোর ৫ টার সময় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের উদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ রানা রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম এলাকার মান্নানের ছেলে। আহতরা হলেন গোদাগাড়ীর উপজেলার প্রেমতলী চাপড়াপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে রাকিব (২৪) ও গোমস্তাপুর উপজেলার হাটখোলা গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে সাগর আলী (২২)।
এ ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বুধবার ভোর ৫ টার সময় ইট বোঝায় একটি ট্রলি রাজশাহীর দিকে আসছিল অপর দিক থেকে আসা চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাক (যার নম্বর ঢাকা মেট্রো ট ২২-৫১২৭) মহাসড়কের উদপুর নামক স্থানে পৌঁছালে মুখমুখি এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটিকে আটক করে ঘটনাস্থল থেকে পুলিশের হেফাজতে নেই।
এ বিষয়ে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক, এস এম মাকছুূুরদুর রহমান বলেন এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।


প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৪ | সময়: ৮:১৪ পূর্বাহ্ণ | সুমন শেখ