মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ।
আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহার ইউপির প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ায় নাজিম উদ্দিনকে বিভিন্ন মহল থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গত রবিবার থেকে বুধবার দুপুর পর্যন্ত প্রায় প্রতিদিনই তাকে শুভেচ্ছা জানাতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন নানা শ্রেণীপেশার মানুষ।
এমনকি তাকে অভিনন্দন জানাতে একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাহার হোসেন পিন্টুকেও পরিষদে আসতে দেখা গেছে। পরিষদের কর্মচারি, কর্মকর্তা ও সাধারন মানুষের পাশাপাশি সান্তাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, সহ-সভাপতি জাহাঙ্গীর, শহিদুল, সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন, দপ্তর সম্পাদক নাহিদ হোসেন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক রাজু, আবুল বাসার, রুবেল, বিএনপি নেতা রাব্বানী ও রাজিবুল ইসলাম ভুট্টুসহ আরো অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, সান্তাহার ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানার নামে বিস্ফোরক আইনে একাধীক মামলা হওয়ার পর থেকে তিনি পরিষদে অনুপস্থিত রয়েছেন। এতে দুই নং ওয়ার্ডের সদস্য নাজিম উদ্দিন প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিকভাবে তাকে ক্ষমতা দেওয়া হয়েছে।