সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় হাট মাধনগর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ইয়ামিন ইসলাম সবুজ হত্যা মামলায় আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁশির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন বন্ধন করা হয়েছে।
হত্যার শিকার ইয়ামিন ইসলাম সবুজ নরদাশ ইউনিয়নের হাটমাধনগর গ্রামের আব্দুর রাজ্জাকের একমাত্র ছেলে।
ভিকটিমের পরিবার, স্বজন, সহপাঠী, শিক্ষকমন্ডলী, এলাবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মঙ্গলবার বেলা বারো’টায় হাটমাধনগর বাঁইগাছা পাকা রাস্তায় এ মানববন্ধন করা হয়। হাট মাধনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ৯ম শ্রেণির শিক্ষার্থী সায়মা খাতুন, ১০ম শ্রেণির সিহাব, শিক্ষক-কর্মচারীদের পক্ষে বক্তব্য রাখেন আব্দুর রাজ্জাক প্রমুখ।
বৃষ্টি উপেক্ষা করে এলাকাবাসী স্বতঃস্ফূর্ত মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। এসময় সবুজের পিতা এবং সহপাঠীরা কান্নায় ভেঙে পড়েন।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর রাতে প্রেম ঘটিত ব্যাপারে ১০ম শ্রেণির শিক্ষার্থী সবুজকে হত্যার অভিযোগ রয়েছে। মোবাইল ফোনে ডেকে হত্যার পর পার্শবর্তী কাস্ট নাংলা গ্রামের একটি পুকুরে লাশ ফেলে দেয়া হয়েছিল।
ঘটনার পর থেকে পার্শ্ববর্তী কাস্টনাংলা গ্রামের অভিযুক্ত আকরাম হোসেন এবং তার স্ত্রী, কন্যা, জামাই, শ্যালকরা পলাতক রয়েছেন। মানববন্ধন থেকে দুষ্কৃতকারী দ্রুত গ্রেপ্তার দাবী করা হয়েছে।