ই-পেপার

শিবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীবৃন্দের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক আবদুস সামাদ। সোমবার সকালে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান আল-ইমরানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক আবদুস সামাদ আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দর ভাবে উদযাপনে সকলের সহযোগিতা চান। দুস্কৃতিকারীদের কোন সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, পুজা মন্ডপে শতভাগ সিসি ক্যামেরার আওতায় আনতে হবে। একই সঙ্গে স্বেচ্ছাসেবকদের পাহারা নিশ্চিতের পাশাপাশি পুজায় কোন ধরনের বিশৃংখলা সৃষ্টি না হয় সেদিকে সজাগ থাকার আহবানও জানান তিনি।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মোস্তাফিজুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ এবং ওসি (তদন্ত) আরমান হোসেনসহ অন্যরা।


প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৪ | সময়: ৬:২৩ পূর্বাহ্ণ | সুমন শেখ