সর্বশেষ সংবাদ :

মহানবী (সা.) কে নিয়ে কটুক্তিকারীর ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার: ভারতে হযরত মুহাম্মদকে (সা.) কটুক্তিকারী মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপি সংসদ নিতেশ নারায়ন রানের ফাঁসির দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। সোমবার সকালে দিনব্যাপী পৃথক পৃথক ভাবে নওহাটা থানার মোড়, ভদ্র মোড়, বিশ্ববিদ্যালয়ের গেট, কাটাখালিসহ বিভিন্ন স্থানে সর্বস্তরের ধর্ম প্রাণ মুসল্লী ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করা হয়।
এসময় মুসল্লীরা বলেন, কিছুদিন আগে ভারতে প্রিয় নবীজীর শানে মানহানীকর বক্তব্য দিয়েছে ভারতের। প্রিয় নবীজি (ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উনার পবিত্র শানে মানহানীকারী। সে পৃথিবীর যে-প্রান্তেই থাকুক, ডাকে শরীয়ত অনুসারে শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবেই, সম্প্রতি ভারতের মহারাষ্ট্রে প্রিয় নবীজি হল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র শানে সানহানী করে বক্তব্য দেয়ারামগিরি নামে এক ব্যক্তি।
প্রিয় নবীজি (ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাস) তিনি আমাদের প্রাণের থেকেও প্রিয়। উনার পবিত্র শানে বিন্দু থেকে বিন্দুতম বেয়াদবী আমরা মেনে নেব না। পৃথিবীর যে প্রান্তেই সে কটূক্তিকারী থাকুক, তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। বাংলাদেশ সরকারের উচিত হবে ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে এই জঘন্য কর্মের শক্ত প্রতিবাদ করা। ভারত সরকারকে চাপ দেয়া যেন রামগিরিকে দ্রুত গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করে। ভারত সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তবে তার সাথে আমাদের দেশের সকল সম্পর্ক ছিন্ন করা উচিত। যে রাষ্ট্র প্রিয় নবীজি (ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর পবিত্র শানে মানহানীকারীকে প্রশ্রয় দেয়, তার সাথে আমাদের কোন সম্পর্ক থাকতে পারে না।
প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ বক্তব্য দেন শিক্ষক আতাউর রহমান, আহসান হাবীব, বিশিষ্ট ব্যবসায়ী রাকিব ইসলাম, সামাউল ইসলাম,রাকিবুল ইসলাম, সামাউল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মমিনুল রহমান রাজা, তাহমিদুর রহমান। সঞ্চলনায় ছিলেন সুজন আলী।


প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৪ | সময়: ৬:২০ পূর্বাহ্ণ | সুমন শেখ