মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ Ñএই প্রতিপাদ্যে রাজশাহীর বাগমারায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা বারো’টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় উক্ত সংলাপের আয়োজন করে পিএফজি গ্রুপ বাগমারা উপজেলা শাখা।
জাতীয় পার্টির বাগমারা উপজেলা শাখার সভাপতি আবু তালেব প্রামানিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম।
সভায় অন্যদের মধ্যে ছিলেন সমন্বয়কারী নাজমুল হক মিনা, পিস ফ্যাসিলেটর মাহফুজুর রহমান প্রিন্সের পরিচালনায় বক্তব্য রাখেন, ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী, গনিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, গোবিন্দপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান, সাংবাদিক মামুনুর রশিদ মামুন, রাশেদুল হক ফিরোজ, সহকারী অধ্যাপক রিনা ইসলাম, শিক্ষিকা কোহিনুর বানু, ইমাম আব্দুস সোবাহান, বাগমারা ক্ষুদ্র নিক যষ্টি উন্নয়ন ফাউন্ডেশন এর পরিচালক সমরেশ কুমার সরকার সহ আরও অনেকে।
সভায় মসজিদের ঈমাম, ধর্মীয় পুরোহিত, শিক্ষক, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন সংলাপে অংশগ্রহণ করেন।