বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলয়নায়তনে অনুষ্ঠিত সেমিনারের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা শিক্ষ অফিসার সাইফুল ইসলাম, শুভডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান মোশারফ হোসেন, গনিপুর ইউপি চেয়ারম্যান এ্যাড. মনিরুজ্জামান রন্জু প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের প্রধান, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন ব্যসায়ীক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও সুধিজন উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা বলেন, দেশের সবাই ভোক্তা। ভোক্তাদের অধিকার রক্ষায় সকলকে সচেতন হতে হবে। ভোক্তা আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।