সর্বশেষ সংবাদ :

জয়পুরহাটের নানা কর্মসূচিতে বিশ্ব বসতি দিবস পালিত

জয়পুরহাট প্রতিনিধি: তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি’ – এ প্রতিপাদ্য সামনে রেখে শোভাযাত্রা ও আলোচনা সভা সহ নানা কর্মসূচিতে ‘বিশ্ব বসতি দিবস’ পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা গণপূর্ত বিভাগের যৌথ উদ্যোগে- জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
পরে জয়পুরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আল মামুন হক, জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম, জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক ইমাম হাসিম।


প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৪ | সময়: ৬:১৮ পূর্বাহ্ণ | সুমন শেখ