রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
হিলি প্রতিনিধি: গভীর রাতে ভারত থেকে মাদক পাচারের সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর ছোড়া হ্যান্ড গ্রেনেডে মিঠু হোসেন (৩২) নামের এক যুবক গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। ৫ আক্টম্বর রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে দিনাজপুরের হিলি সীমান্তের ২৮৫ নং মেইন সীমান্ত পিলারের ১১ নং সাব পিলার এলাকায় ভারত অভ্যন্তরে এ ঘটনা ঘটে। ঘটনার পর আহত অবন্থায় তাকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসে তার সাথে থাকা এক যুবক। এরপর বিষয়টি গোপন রাখতে তাকে গুরুতর অবস্থায় রাতে মাইক্রোবাসে করে রংপুর একটি বেসরকারি হাসপাতালে গোপনে চিকিৎসা করছেন তার পরিবার। এলাকায় খেঁাজ নিয়ে একাধিক ভাবে নিশ্চিত হওয়া গেলেও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু বলতে পারেনি। তবে বিষয়টি নিয়ে খোঁজ খবর চলছে বলে জানিয়েছেন।
জানা গেছে, উপজেলার সীমান্তেবর্তী ধরন্দা (ফকির পাড়া) গ্রামের ইস্কেন্দার আলীর ছেলে মিঠু হোসেন এবং একই মহল্লার আক্কাস আলীর ছেলে সবুজ হোসেন (৩০) শনিবার গভীর রাতে ভারত থেকে মাদক পাচারের উদ্দ্যেশ্যে ভারতে প্রবেশ করেন। এরপর ভারত থেকে মাদকদ্রব্য এমকেডিল নিয়ে বাংলাদেশের প্রবেশের সময় বিএসএফ তাদের কে লক্ষ করে হ্যান্ড গ্রেনেড ছুড়ে মারে। এতে মিঠু হোসেন গুরুতর আহত হয়। ভাগ্যক্রমে তার সাথে থাকা সবুজ হোসেন অক্ষত থাকে। সবুজ আহত মিঠুকে নিয়ে সীমান্ত পাড়ি দিয়ে বাড়ি ফিরে আসেন। বিষয়টি ধামাচাপা দিতে পরিবার রাতে একটি মাইক্রোবাসে করে রংপুরের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করান।
গভীর রাতে সীমান্তে বিকট শব্দে ঘুম ভাঙ্গা কয়েকজন এলাকাবাসী নাম প্রকাশ না করার শর্তে জানান, শনিবার রাত আনুমানিক ১২ থেকে সাড়ে ১২ টার দিকে সীমান্তে পরপর তিনবার বিকট শব্দ হয়। এতে আতঙ্ক দেখা দেয় এলাকাবসীর মধ্যে। পরদিন সকালে জানতে পারে ভারতে বাংলাদেশীকে লক্ষ করে হ্যান্ড গ্রেনেড ছোড়ে বিএসএফ। আর এতে গুলি বিদ্ধ হয় এলকার যুবক মিঠু।
নাম প্রকাম না করার শর্তে অপর একজন এলাকাবাসী জানান, গত কয়েক দিন থেকে মিঠুসহ একটি সঙ্গবদ্ধ মাদক চোরাকারবারী বিজিবিকে ম্যানেজ করে গভীর রাতে ভারতে প্রবেশ করে বিভিন্ন ধরনের মাদক পাচার করে আসছিল। রোববার দুপুরে শুনি মিঠুকে বিএসএফ গুলি করেছে।
সংবাদ না প্রকাশ করার সর্তে আহত মিঠুর স্ত্রী খাদিজা আক্তার রিক্তা বেগম জানান, এখানকার ডাক্তারকে দেখালে প্রশাসন জানাজানি হবে তাই তাকে রাতেই মাইক্রোবাসে করে রংপুর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথার পেছনের অংশে মারাত্মক ভাবে আহত হয়েছে। ডাক্তার বলেছে তাকে ঢাকায় পাঠাতে হবে।
জয়পুরহাট ২০ বিজিবি ক্যাম্প কমান্ডার লে. কর্ণেল নাহিদ নেওয়াজ জানান, বিষয়টি শুনেছি। এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছেনা। ইনভেস্টিগেশন চলছে।