সর্বশেষ সংবাদ :

নাচোলে যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যুবদল নেতা রবিউলের উপর আওয়ামী লীগের হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেল সাড়ে ৪টায় নাচোল রেলস্টেশন প্রাঙ্গনে জেলা যুবদলের আয়োজনে জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক হাসান ইমতিয়াজ সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের আহবায়ক ইউসুফ রাজা, সাবেক ছাত্রনেতা সইবুর রহমান, যুবদল নেতা তন্ময় আহমেদ, ছাত্রনেতা মাইনুল ইসলাম, কাফেক আসগার হাসান রোমিও প্রমুখ। ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ ভাবে দাঁড়াতে হবে। রবিউলের উপর ওপর সন্ত্রাসী হামলার প্রকৃত তদন্ত করে সন্ত্রাসীদের বিরুদ্ধে অনতিবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।


প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৪ | সময়: ৫:২৩ পূর্বাহ্ণ | সুমন শেখ