সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে কাল থেকে শুরু হতে যাওয়া মুলতান টেস্টের একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। ইনজুরি কাটিয়ে একাদশে জায়গা করে নিয়েছেন আমের জামাল। এছাড়া পেস অ্যাটাকে তাকে সঙ্গ দেবেন শাহিন আফ্রিদি ও নাসিম শাহ।
সম্প্রতি বাংলাদেশের কাছে ধবলধোলাই হওয়ার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আছে পাকিস্তান। সংবাদ সম্মেলনে অধিনায়ক শান মাসুদ বলেন, ‘এটাই আমাদের সেরা একাদশ। আমের জামালের অন্তর্ভুক্তি আমাদের খুবই কাজে দেবে। স্থিতিশীলতা বজায় রাখতে ব্যাটিং লাইনআপ একই রেখেছি আমরা। ’
এর আগে গতকাল একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক বেন স্টোকসকে পাচ্ছে না তারা। পাকিস্তান অধিনায়ক বলেন, ‘স্টোকসের অনুপস্থিতি অবশ্যই ইংল্যান্ডের ওপর প্রভাব ফেলবে, তবে তাদের একাদশ এখনো শক্তিশালী। সে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। ’
পাকিস্তান একাদশ : সায়েম আইয়ুব, আব্দুল্লাহ শফিক, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, আমের জামাল, শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও আবরার আহমেদ। ইংল্যান্ড একাদশ : জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ, ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স, জ্যাক লিচ, শোয়েব বশির।