সর্বশেষ সংবাদ :

দুর্গাপুরে শিক্ষক দিবসে আলোচনা সভা ও র‍্যালির আয়োজন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: ‘শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার’ প্রতিপাদ্যে রাজশাহীর দুর্গাপুরে শিক্ষক দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের যৌথ আয়োজনে দিবসটি উদযাপনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

গত শনিবার (৫ অক্টোবর) ১০টায় উপজেলা পরিষদের মিনি হলরুমে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিন।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দুর্গাপুর ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন, দুর্গাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকাশ কুমার সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ। সভায় উপস্থিত শিক্ষকরা তাদের নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরে বক্তব্য রাখেন।

দিবসটির তাৎপর্য তুলে ধরে ইউএনও সাবরিনা শারমিন বলেন, শিক্ষা একটি জাতির মেরুদন্ড। শিক্ষা একটি দেশ ও জাতিকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করে। শিক্ষার আলো ব্যক্তিকে, সমাজকে তথা দেশকে আলোকিত করে। এই  আলো জ্বালানোর প্রধান কারিগর আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণ। প্রত্যেক শিক্ষার্থীর জীবনে তিনিই আশার বাতিঘর যিনি সঠিক দিকনির্দেশনা দিয়ে শিক্ষার্থীদের উন্নতির পথে নিয়ে যান।

কাজেই শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভার মাধ্যমে দেশের সকল স্তরের শিক্ষকদের শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে যে কোনো অবস্থায় শিক্ষকদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৪ | সময়: ১১:১৪ পূর্বাহ্ণ | Daily Sunshine