রাজশাহীতে ৮ দফা দাবিতে শহীদ মিনারে সম্মিলিত সংখ্যালঘু জোটের গণসমাবেশ

স্টাফ রিপোর্টার: সংখ্যালঘু নির্যাতন ও মন্দিরে হামলার ঘটনায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের উপযুক্ত শাস্তি, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থাসহ রাজশাহীতে গণসমাবেশ করছে বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট।

 

 

শুক্রবার (৪ অক্টোবর) বিকেল এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় দলে দলে বিভিন্ন সনাতনী সংগঠনের ব্যানারে শহীদ মিনারে জড়ো হয় আন্দোলনকারীরা।

 

সমাবেশে বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের নেতৃবৃন্দ বলেন, ৯ আগস্ট থেকে আমরা আন্দোলন করে যাচ্ছি। আমাদের উপর যে অত্যাচার হচ্ছে সেটা বন্ধ করার জন্য আমরা সংগ্রাম করছি। আমাদের উদ্দেশ্য ক্ষমতায় বসার নয়, দেশকে অস্থিতিশীল করার নয়। আমরা কেবল অধিকারের জন্য এসেছি। আমাদের আট দফা দাবি বাস্তবায়নের জন্যই আমরা সংগ্রাম করছি। এসময় সমাবেশে যেন রাষ্ট্র বিরোধী এবং ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য না দেওয়া হয় সেজন্য সবার প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।

 

উল্লেখ্য, সম্মিলিত সংখ্যালঘু জোটের আটদফা দাবির মধ্যে রয়েছে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর প্রতিটি নির্যাতনের ঘটনার বিচার ও নিহত-আহত ও ক্ষতিগ্রস্থ পরিবারদের ক্ষতিপূরণ দেওয়া, হিন্দু সম্প্রদায়ের উচ্চশিক্ষার নিমিত্তে বৈদিক বিশ্ববিদ্যালয় স্থাপন, ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন রোধে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, শারদীয় দুর্গাপুজার সরকারি ছুটি ৫ দিন ঘোষণা করা, সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সনাতনী হিন্দু শিক্ষার্থীদের জন্য ধর্মীয় উপাসনালয় স্থাপন এবং ৬৪ জেলায় মডেল মন্দিরসহ সনাতনী কৃষ্টি, সভ্যতা ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ।


প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৪ | সময়: ৭:৩৪ পূর্বাহ্ণ | সুমন শেখ