বুধবার, ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ।
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজলা পূজা মন্ডপ কমিটির সাথে শারদীয় দূর্গাপূজা আয়োজন উপলক্ষ্যে মতবিনিময় সভা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল। শুক্রবার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয় কাজলা গেইটের সামনের পূজা মন্ডপে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সরদার জহুরুলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে হিন্দু-বৌদ্ধ -খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহীর সভাপতি অচিন্ত কুমার বিশ্বাস বলেন, দেশের বিভিন্ন জায়গায় ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে দুষ্কৃতকারীরা বিশ্বের সামনে দেখাতে চাচ্ছে আওয়ামীলীগ সরকার চলে যাওয়ার ফলে দেশে পূজা হচ্ছে না। অন্যদিকে রাজশাহী মহানগরে ৭৬টা, জেলাতে ৪১২টা পূজা হচ্ছে। আমরা জাতীয়তাবাদী দলের অংশ।
সভাপতির বক্তব্যে শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, দেশ নায়ক তারেক রহমান একজন ধর্মপ্রাণ মুসলমান। তিনি সকল ধর্মের মানুষদের অধিকারের ব্যাপারে সদা তৎপর। ইদের সময় যেমন সকল ধর্মের মানুষদের সাথে উৎযাপন করেছেন ঠিক তেমনি রথ যাত্রায়ও অংশগ্রহণ করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল ধর্মের, সব মানুষের দল।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজলা মন্দির কমিটির সাধারণ সম্পাদক অরবিন্দু কুমার সরকার, সভাপতি মনোরঞ্জন সরকার, রাবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আসলাম রেজা।
এছাড়াও উপস্থিত ছিলেন, রাবি ছাত্রদলের যুগ্ম-আহবায়ক শাকিলুর রহমান সোহাগ, মাহমুদুল মিঠু, মারুফ হোসেন, এম এ তাহের রহমান, আহ্বায়ক সদস্য ফারুক হোসেন, নাফিউল ইসলাম জীবনসহ বিভিন্ন হল ও অনুষদের নেতৃবৃন্দ।