মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ।
গোদাগাড়ী প্রতনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে দুইদিন ব্যাপি শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের ১ম দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বারোমাইল শহীদ স্মৃতি সংঘের আয়োজনে গোদাগাড়ী উপজেলার সেখেরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলাা অনুষ্ঠিত হয়। আজকের খেলায় উদ্বোধনী ম্যাচ বারোমাইল শহীদ স্মৃতি সংঘ ও সাব্বির একাদশ ফরাদপুর মুখোমুখী হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ৬নং মাটিকাটা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কামারুল ইসলামের সভাপতিত্বে খেলা উদ্বোধন করবেন রাজশাহী জেলা শ্রমিক দলের সাবেক সহ-সভাপতি শামিম ইকবাল খঞ্জন। অতিথি ছিলেন ৬নং মাটিকাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গনি মাষ্টার, সহ সভাপতি হামিদুজ্জামান ছবি, সাবেক সভাপতি তাজমিলুল রহমান শেলী, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল বুলু, প্রচার সম্পাদক তাসিকুল ইসলাম, দপ্তর সম্পাদক সেলিম সানোয়ার পলাশ, সেখেরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান বিদ্যুৎ, গোদাগাড়ী উপজেলা বিএনপির সদস্য রওশন ইয়াজদানি, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম টিয়া, যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম, গোদাগাড়ী উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম, মাসুদ, যুবনেতা বাশার, রফিকুল ইসলাম, গোদাগাড়ী উপজেলা ছাত্র দলের যুগ্ম-আহবায়ক রোকনুজ্জামান রোকন, সাইফুদ্দিন টমাস।
আজকের খেলায় ৮টি দল অংশ গ্রহন করেন। অংশগ্রহনকারী দলগুলো হলো, বারোমাইল শহীদ স্মৃতি সংঘ, সাব্বির একাদশ ফরাদপুর, বন্ধু মিসন একাদশ গোদাগাড়ী, উদপুর একাদশ, মা মরিওয়ম একাদশ বিদিরপুর, মাফিকুল একাদশ রাজশাহী, আশিক একাদশ রাজশাহী, রুবেল একাদশ মাদ্রাসা মোড়।
২য় দিন শনিবার ৮ টি দল খেলায় অংশ গ্রহন করবে। অংশগ্রহনকারী দলগুলো হলো, চাপাইনবাবগঞ্জ সেভেন স্টার, সালাউদ্দিন একাদশ বারোমাইল, মানিক একাদশ ভুগরইল, সাইফান একাদশ চাপাল, মোহনপুর সংঘ রাজশাহী, হৃদয় একাদশ কমরপুর, শান্ত একাদশ কাকনহাট ও জনি একাদশ রাজশাহী।