শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: তরুণদের মাদকের পথ থেকে ফিরিয়ে খেলার মাঠে আনার লক্ষ্যে পবা উপজেলার নামোপাড়ায় দুই দিনব্যাপী মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। নামোপাড়া ক্রীড়া যুব সংঘের আয়োজনে শুক্রবার সকালে সিন্দুর কুসুম্বী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডের (সাবেক) কাউন্সিলর মো. সাইদুর রহমান। এই টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করবে। এর মধ্যে উদ্বোধনী খেলার প্রথম ম্যাচে অংশগ্রহণ করে- আসিফ একাদশ বনাম আসাদুল একাদশ। উক্ত খেলায় ২-০ গোলে বিজয়ী হয়েছেন আসিফ একাদশ। এদিন শেষে প্রথম সেমিফাইনালে পাকুড়িয়া একাদশ ২-০ গোলে পাইকপাড়া সকাল-সন্ধ্যা ক্লাবকে পরাজিত করে ফাইনালে উঠেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পবা উপজেলা যুবদলের (সাবেক) সভাপতি মো. মুর্তুজা আলী, নওহাটা পৌর বিএনপির ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল রানা, নওহাটা পৌর বিএনপির ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. ইলিয়াস হোসেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, নামোপাড়া ক্রীড়া যুব সংঘের সভাপতি মো. সাইফুল ইসলাম লালু, সহ-সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. ফারুক খান, ক্রীড়া সম্পাদক তাকবীর আহমেদ সহ নামোপাড়া ক্রীড়া যুব সংঘের সদস্যবৃন্দ। এছাড়াও খেলার পরিচালনার (রেফারি) দায়িত্ব পালন করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. সোহাগ আলী। মাইকে খেলার ধারাভাষ্যে ছিলেন জয়নাল আবেদীন।
দুই দিনব্যাপী মিনি ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী মহানগর বিএনপির (সাবেক) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে আয়োজকরা।