তিন ভাইকে সঙ্গে নিয়ে বিয়ে করলেন রশিদ

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তান ক্রিকেটের মহাতারকা রশিদ খান বিয়ের পিঁড়িতে বসেছেন। তাও আবার একা নয়, তিন ভাইকে সঙ্গে নিয়ে একই দিনে একই সময়ে একই ভেন্যুতে বিয়ে করলেন আফগান লেগস্পিনার।
বৃহস্পতিবার কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে জমকালো আয়োজনে বিয়ে বন্ধনে আবদ্ধ হন রশিদ এবং তার ভাই আমির খলিল, জাকিউল্লাহ ও রাজা খান। চার ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই জাঁকালো উৎসবে আফগানিস্তান ক্রিকেট দলের আরও বড় তারকা এবং অন্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী রশিদ ও থার ভাইদের বিয়ে হয়েছে প্রথাগত পশতুন রীতি অনুযায়ী। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিইও নাসিব খান, সিনিয়র দলের খেলোয়াড় মোহাম্মদ নবী এবং আজমতউল্লাহ ওমরজাই, নাজিবউল্লাহ জাদরান, রহমত শাহ ও মুজিব উর রহমানের মতো উদীয়মান তারকারাও রশিদের নিমন্ত্রণ গ্রহণ করেন।
অনেক ভক্ত ও সতীর্থরা রশিদকে তার জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানিয়েছেন। মোহাম্মদ নবী লিখেছেন, ‘তোমাদের বিয়েতে অনেক অভিনন্দন ও শুভকামনা। তোমাদের জীবন সুখী ও সমৃদ্ধ হোক।’ পেস বোলিং অলরাউন্ডার ওমরজাই লিখেছেন, ‘জাতীয় দলের চ্যাম্পিয়ন রশিদ খানকে বিয়ে করার জন্য অভিনন্দন। আল্লাহর রহমতে তার সুখী জীবন কামনা করছি।’
রহমত শাহ লিখেছেন, ‘আজীবন সুখী হও রশিদ, এই কামনা। তোমার জীবনের এই নতুন অধ্যায় ভরে উঠুক আনন্দ, শান্তি আর সুখে। অভিনন্দন তোমাকে। ভবিষ্যতের জন্য শুভকামনা।’ রশিদের অধিনায়কত্বে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল আফগানিস্তান। তবে শেষ চারে তাদের রূপকথা থেমে যায় দক্ষিণ আফ্রিকার কাছে হেরে। সম্প্রতি সেই প্রোটিয়াদের বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জেতে আফগানরা। ইতোমধ্যে ভারত ছাড়া সবগুলো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে জয়ের স্বাদ পেয়েছে তারা।


প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৪ | সময়: ৭:২৭ পূর্বাহ্ণ | সুমন শেখ