সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সবশেষ আসরের ফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকার মেয়েরা এবার উড়ন্ত সূচনা করলো। শুক্রবার (০৪ অক্টোবর) সন্ধ্যায় ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের হারিয়েছে ১০ উইকেটের ব্যবধানে।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে ১১৮ রান করে। জবাব দিতে নেমে ১৭.৫ ওভারে কোনো উইকেট না হারিয়েই জিতে যায় প্রোটিয়া মেয়েরা। অধিনায়ক লরা উলভার্ট ৫৫ বল খেলে ৭টি চারে ৫৯ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ৫২ বলে ৬ চারে ৫৭ রানে অপরাজিত থাকেন তাজমিন ব্রিটস।