ই-পেপার
সর্বশেষ সংবাদ :

সান্তাহারে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (৩৭) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকালে সান্তাহার রেলওয়ে থানাধীন জয়পুরহাট জামালগঞ্জ রেল স্টেশনের সাহারপুর গোয়ালপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, বুধবার সকালে জয়পুরহাট জামালগঞ্জ রেল স্টেশনের সাহারপুর গোয়ালপাড়া নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়। নিহতের পরিচয় শনাক্তের জন্য খোঁজ খবর নেওয়া হচ্ছে। পরিচয় শনাক্ত হলে পরিবারের নিকট লাশটি হস্তান্তর করা হবে।


প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৪ | সময়: ৬:১২ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর