হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ, স্বাভাবিক রয়েছে যাত্রী পারাপার

হিলি সংবাদদাতা:

ভারতে মহাত্মা গান্ধীর ১৫৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ইমিগ্রেশন দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক আছে।

 

 

আজ বুধবার (২ অক্টোবর) সকাল ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি কাস্টমস্ সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহিন।

 

 

তিনি জানান,ভারতে মহাত্মা গান্ধীর ১৫৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে সে দেশে সরকারী ছুটি থাকায় ভারত হিলি কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়াডিং এজেন্ট অ্যাসোসিয়েশন আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তাই আজ বুধবার বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে আবারও দুদেশে মাঝে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হবে। তবে পানামা পোর্টে লোড-আনলোড কার্যক্রম চলমান আছে।

 

 

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট এর ওসি বদিউজ্জামান জানান, হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে।


প্রকাশিত: অক্টোবর ২, ২০২৪ | সময়: ৫:১০ অপরাহ্ণ | Daily Sunshine