বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
ভারতে পুরোহিত কর্তৃক বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে উপজেলার সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে নওগাঁর রাণীনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১অক্টোবর) বিকেলে উপজেলার বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলার বিএনপির মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশগ্রহণ করে। বিক্ষোভ মিছিল শেষে কাজী মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোস্তফা ইবনে আব্বাস, চকাদিন মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুর রউফ, সিম্বা মাদ্রাসার মুহতামিম মাওলানা মো: আনোয়ার হোসেন, মুফতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ। সমাবেশে বক্তারা ভারতে পুরোহিত কর্তৃক ইসলাম ধর্ম ও মহানবীমুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি এবং বিজেপি নেতা নীতেশ রানে ও রাম গিরি মহারাজ কর্তৃকতা সমর্থনের প্রতিবাদসহ বিচার দাবি করেন। এছাড়া রাষ্ট্রীয় ভাবেও প্রতিবাদ জানানোর দাবিজানানো হয়।