বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
নিয়ামতপুর প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে র্যালি, মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৯ সেপ্টেম্বর বেলা ৫ টায় উপজেলা পরিষদের মেইন গেইটের সামনে উপজেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
চৌরাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসমাইল হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বর্তমান বেতন গ্রেড ১৩ তম থেকে ১০ম গ্রেডে উন্নীতের দাবির পক্ষে বিভিন্ন যৌক্তকতা তুলে ধরেন বক্তারা। বক্তারা আরো বলেন, ১০ম গ্রেড আমাদের দাবী নয়, আমাদের অধিকার।
বক্তব্য রাখেন ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ নিয়ামতপুর উপজেলার সমন্বয়ক ও বেলগাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নূরুল আলম, দারাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাখাওয়াত হোসেন, নিয়ামতপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামসুল আলম, চৌপুকুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামাল উদ্দিন, সমাসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন কুমার বর্মন, দরগাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল গাফফার সহ বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষক।
মানববন্ধন শেষে এক বিশাল র্যালি বের করে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার বরাবর স্মারক লিপি পেশ করা হয়।