আনিসুল, সালমান, পলক, দিপুমনি এবং বাবুকে গ্রেফতার দেখানোর নি/র্দে/শ

সানশাইন ডেস্ক: বাড্ডা থানার ৩টি হত্যা মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান, জোনায়েদ আহমেদ পলক, দিপুমনি ও মোজাম্মেল বাবুকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।দীপু মনিকে ৩ টি মোজাম্মেল বাবুকে ১ টি এবং বাকিদের ২ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

 

 

আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে আসামিদের ঢাকা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর আবেদন জানায় তদন্তকারী কর্মকর্তা।

 

 

এ সময় রাষ্ট্রপক্ষকে সহায়তাকারী আইনজীবী বলেন, আসামিরা পুলিশ ও আ.লীগের সন্ত্রাসীদের ছাত্র জনতার মিছিলে গুলির নির্দেশ দেন এবং অংশ নেন। তারা কোনো ভাবেই হত্যার দায় থেকে মুক্তি পেতে পারেন না। তারা জামিন পেলে বর্তমানের স্থিতিশীল পরিস্থিতির বিঘ্ন ঘটবে বলেও আরও জানান।

 

 

অপরদিকে, আসামিদের নির্দোষ দাবি করে জামিন চান তাদের আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব আসামিদের গ্রেফতারের আবেদন মঞ্জুর করেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।


প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৪ | সময়: ৩:৫৬ অপরাহ্ণ | Daily Sunshine