রাজশাহীতে রিকশা চালককে হত্যা করে রিকশা ছিনতাই

সানশাইন ডেস্ক: রাজশাহীর পবা উপজেলার দামকুড়া থানার কাজিপুর গ্রামের ওই আমবাগান থেকে রিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার দুপুরে এই মরদেহ উদ্ধার করেছে দামকুড়া থানা পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে; চালককে হত্যা করে তার রিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

 

 

গত শনিবার (২১ সেপ্টেম্বর) দিনগত রাতেই এ ঘটনা ঘটে থাকতে পারে। নিহত অটোরিকশা চালকের নাম মো. সাজিমুল (৩৫)। তার গ্রামের বাড়ি রাজশাহীর পবা উপজেলার দামকুড়া বাথানবাড়ি গ্রামে। তিনি ওই গ্রামের মো. আলমের ছেলে।

 

 

দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজুল ইসলাম বলেন, সাজিমুল এক ব্যক্তির ব্যাটারিচালিত রিকশা ভাড়ায় চালাতেন। শনিবার বিকালে তিনি রিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি। রোববার দুপুরে স্থানীয়রা আমবাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

 

 

পরে পুলিশ গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদনের পর ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে তার রিকশা ছিনতাই করে তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে।


প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৪ | সময়: ১২:১৪ অপরাহ্ণ | Daily Sunshine