মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ।
রাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এবং খাগড়াছড়িসহ সারা দেশে চলমান ‘মব জাস্টিসের’ বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ‘স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনে’র (এসআরএ) ব্যানারে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে সংগঠনটির উপদেষ্টা ও আইন বিভাগের অধ্যাপক ড. শাহীন জোহরা বলেন, মব জাস্টিস হলো জনতার বিচার। আর সেটি হচ্ছে একটি অগণতান্ত্রিক পন্থা এবং সংবিধান বহির্ভূত। দেশে আইন আছে। আমাদের কারো যদি কোনো অভিযোগ থাকে, তাহলে আমরা সেটি আইনের হাতে তুলে দেব। আইন তার বিচার করবে। নিজের হাতে আইন তুলে নেওয়া খুবই দুঃখজনক বিষয়। আমরা যে বৈষম্যহীন সমাজের দাবি জানাচ্ছি সেটি পুরোপুরি ব্যর্থ হয়ে যাবে, যদি আমরা মব জাস্টিসের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ না করি।
আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ বলেন, আইনকে হাতে তুলে নিয়ে, কোনো কোনো ক্ষেত্রে এতোটা হিংস্রতা ও নির্মমতা আমাদের অবাক করেছে। এই নির্মমতা ও হিংস্রতা আমরা গত ১৫ বছরে অসংখ্যবার দেখেছি। তখন দেখেছিলাম বুয়েটের আবরারকে কেমনে হত্যা করা হয়েছিল। যা পুরো পৃথিবীকে কাঁদিয়েছিল। আর এখন তোফাজ্জলের ঘটনা সবাইকে কাঁদাচ্ছে। আমরা মব জাস্টিসকে কখনো সমর্থন করি না।
এসআরএ’র সভাপতি মেহেদী সজীব বলেন, বর্তমানে মব জাস্টিস একটা নিত্যনৈতিক ঘটনা হিসেবে রূপান্তরিত হয়েছে। মব জাস্টিস হলো মানবাধিকার লঙ্ঘন। একজন মানুষকে আইনের আওতায় আনার জন্য পূর্ণ সুযোগ-সুবিধা রয়েছে। তাই কেউ যদি নিজের হাতে আইন তুলে নেয়, তাহলে সে রাষ্ট্রের বিচারব্যবস্থা ও শাসন কাঠামো পুরোটাই ভঙ্গ করেছে। তাই আমরা বলতে চাই, মব জাস্টিস কোনো বিশ্ববিদ্যালয় বা, সভ্য সমাজে ঘটতে পারে না।
অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাবির অন্যতম সমন্বয়ক মাসুদ রানাসহ বিভিন্ন বিভাগের বিশের অধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।