বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক: বগুড়ার শাজাহানপুর উপজেলায় একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী সাগর তালুকদার (৩৩) ও তার সহযোগী স্বপনকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাগর তালুকদার বগুড়া শাজাহানপুর উপজেলার শাবরুল হাটখোলা এলাকার গোলাম মোস্তফা তালুকদারের ছেলে। তার নামে হত্যা, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মের অভিযোগে হাফ ডজন মামলা রয়েছে। তার সহযোগী স্বপন একই এলাকার সাইফুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাগর একজন চিহ্নিত সন্ত্রাসী। ২০১০ সাল থেকে মাদক ব্যবসার মাধ্যমে তার উত্থান। আস্তে আস্তে তিনি দক্ষিণ বগুড়ায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেন। তার নামে একাধিক হত্যা মামলাসহ প্রায় হাফ ডজন মামলা রয়েছে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে রোববার সন্ধ্যার পর শাবরুল এলাকায় দুর্বৃত্তরা সাগর ও তার সহযোগী স্বপনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক আহম্মেদ বলেন, দুই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।